
পৃথিবীর সমস্ত মানুষের ভাষাকে বাঁচিয়ে রাখুক একুশে ফেব্রুয়ারি1 min read
Published Date: 18th February, 2019
পৃথিবীর সমস্ত মানুষের ভাষাকে বাঁচিয়ে রাখুক একুশে ফেব্রুয়ারি
আমরা মায়ের ভাষাতেই বলি মনের কথা। মায়ের কোলে ,মায়ের বোলের মধ্যেই আছে পরম শান্তি , অনাবিল ভালোবাসা। আমাদের ভাষা বাঁচলে আমরা বাঁচবো। আসুন নিজের মাতৃভাষার পাশাপাশি অন্যের মাতৃভাষাকেও সম্মান করি। পৃথিবীর সমস্ত মানুষের ভাষাকে বাঁচিয়ে রাখুক একুশে ফেব্রুয়ারি। #আরএফএল
Geplaatst door RFL Plastics op Maandag 18 februari 2019