
Duranta bicycle TVC | Valentines Day1 min read
Published Day: 11th February, 2019
দুজনের কিছু অহেতুক অভিমান আবার অভিমানের মেঘ থেকে ভালোবাসার প্রবল বৃষ্টি- এইসবের নামই বোধ হয় ভালোবাসা। প্রিয় মানুষের অভিমান ভাঙার জন্য, আচমকা খুশিতে ভাসিয়ে দেয়ার জন্য কতকিছুই করি আমরা। এইভাবে ভালোবাসা রঙ ছড়ায়, রাঙিয়ে তোলে আমাদের ভুবন। ভালোবাসা গুলো আরো দুরন্ত হোক, আরো রঙিন হোক প্রিয় মানুষের হাসিতে।ভালবাসা দিবসের শুভেচ্ছা!
Geplaatst door Duranta Bicycle op Maandag 11 februari 2019